ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পথশিশুদের নিয়ে প্রযোজনা ‘সুয়েটার’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৪:৩৬, ২ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জে পথশিশুদের নিয়ে প্রযোজনা ‘সুয়েটার’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘নাটক জীবনের কথা বলে’-এই সেøাগান নিয়ে পথশিশুদের জীবন কাহিনী নিয়ে মুন্সীগঞ্জে মঞ্চায়িত হয়েছে নাটক ‘সুয়েটার’। মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাটকে মঞ্চায়ন হয়। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ থিয়েটারের ৬৮তম প্রযোজনা নাটক ‘সুয়েটার’ দর্শকদের মুগ্ধ করে। মুন্সীগঞ্জ থিয়েটারের পরিবেশনায় নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ইখতিয়ার উদ্দিন মিথুন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা প্রধান অতিথি হিসেবে নাটকটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় নৃত্যও পরিবেশন হয়। মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শ. ম. হাবীবুর রহমান, সাবেক পিপি এ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম, মুন্সীগঞ্জ সঙ্গীত একাডেমির সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা মহিলা পরিষদের সভানেত্রী এ্যাডভোকেট নাছিমা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ হিরণ-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, চিত্রনায়ক আলেক জান্ডার বো, থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের সভাপতি সাবেরা আক্তার ছবি, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এ্যাডভোকেট সুজন হায়দার জনি, সুয়েটার নাটকের নাট্যকার ও নির্দেশক ইখতিয়ার উদ্দিন মিথুন, কাউন্সিলর নার্গিস আক্তার, মুন্সীগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক আবুল হাশেম বাবু প্রমুখ। ‘সুয়েটার’ নাটকটি পথশিশুদের জন্ম-মৃত্যু, পথে পথে কাগজ কুড়ানো, মানুষের অনাদর-অবহেলা, অপরাধে কর্মকান্ডে জড়িয়ে পড়াসহ তাদের জীবনকাহিনীর চিত্র ফুটে ওঠে।
×