ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তরুণ ক্রিকেটারদের কাছে ধারাবাহিক নৈপুণ্যের প্রত্যাশা

প্রকাশিত: ০৬:১৭, ২৭ মার্চ ২০১৮

তরুণ ক্রিকেটারদের কাছে ধারাবাহিক নৈপুণ্যের প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিধর দল এখন বাংলাদেশ। এর পেছনে কারণ হিসেবে অনেকেই মনে করেন দীর্ঘদিন ধরে দলে নিয়মিত কিছু খেলোয়াড় এখন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য এনে দিচ্ছেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ও অপরিহার্য সদস্য তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলছেন। তাদের ধারাবাহিকতায় ছেদ পড়লে অবশ্য দলের পারফর্মেন্সটা হঠাৎ করেই খারাপ হচ্ছে। কারণ, তাদের পাশাপাশি যে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন তারা সেভাবে নিজেদের প্রমাণ করতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন তরুণদের পারফর্মেন্সে ধারাবাহিকতা আসলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে বলা যায় সুবাতাসই বইছে। তবে মাঝে মাঝে দুয়েকটা সিরিজ যে বাজে যাচ্ছে না বিষয়টা এমন নয়। কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে গত ৩/৪ বছরে বাংলাদেশের ক্রিকেট উঠে গেছে অন্যরকম এক উচ্চতায়। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে এখন শক্তিধর দলের তালিকা করলে সেই কাতারে নাম চলে আসে বাংলাদেশের। আইসিসি র‌্যাঙ্কিংয়েও বর্তমানে ৭ নম্বরে অবস্থান করছে ধারাবাহিক সাফল্য আসার কারণে। কিন্তু আরও ভাল দলে পরিণত হওয়ার জন্য সময় লাগবে বলে মনে করেন আকরাম বলেন, ‘আল্লাহর রহমতে আমরা দিনকে দিন উন্নতি করছি। আমরা প্রথমে ওয়ানডেতে ভাল করা শুরু করেছি, টি২০ ক্রিকেটেও ভাল করতে শুরু করেছি এবং টেস্টেও ভাল করছি। আমার মনে হয় আমাদের সময় লাগবে এবং ইনশাআল্লাহ আমরা অনেক ওপরে উঠব।’ সাফল্যের ধারাবাহিকতা রাখার জন্য অনেক জরুরি বিকল্প খেলোয়াড় তৈরি। সাকিব, তামিম, মুশফিকরা একসময় অবসরে চলে যাওয়ার পর তাদের জায়গা নেয়ার মতো খেলোয়াড় না থাকলে সমস্যা তৈরি হবে। ইতোমধ্যেই মাশরাফি বিন মর্তুজা ওয়ানডে ব্যতীত বাকি দুই ফরমেটে অবসরে যাওয়ার পর তার অভাবটা বেশ ভালভাবেই অনুভূত হয়েছে। এ বিষয়ে আকরাম বলেন,‘জরুরী ব্যাপার হচ্ছে আমাদের আরও ব্যাকআপ খেলোয়াড় খুবই দরকার। কারণ পরবর্তী এক/দেড় বছর কিন্তু প্রচুর খেলা আছে।’ বর্তমানে জাতীয় দলে কয়েকজন তরুন খেলছেন। এর মধ্যে কেউ নিয়মিত হতে পেরেছেন, আবার কয়েকজন পালাবদল করে যাওয়া-আসার মধ্যেই আছেন। একঝাঁক এই তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্সো চোখে পড়ার মতো তেমন ধারাবাহিকতাও নেই। এ বিষয়ে আকরাম বলেন,‘তরুণ যারা আছে, তাদের কাছে যে ধরনের পারফর্মেন্স আশা করছি সেরকম হয়তো করছে না। কিন্তু তাদের ধারাবাহিকতা যদি চলে আসে তাহলে আমরা আরও এগিয়ে যাব।’ আগামী জুনে বিশ্ব ক্রিকেটের উঠতি শক্তি আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সেই সিরিজে বাংলাদেশ দলে সিনিয়র কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার বিষয়টিও কয়েকদিন ধরে আলোচনা চলছে ক্রিকেট পাড়ায়। তরুণদের কাছ থেকে ভাল কিছু বের করে আনা এবং সিনিয়রদের বিকল্প তৈরি করার প্রক্রিয়াটির একটি পদক্ষেপ হতে পারে সেটি। কিন্তু জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এ বিষয়ে বলেন,‘এরকম কোন নির্দেশনা পাইনি আমরা। যেহেতু এখন প্রিমিয়ার লীগ চলছে, পরে বিসিএল আছে। আমরা আসলে দেখছি খেলাগুলো। আর আফগানিস্তানের সঙ্গে কি দল হবে না হবে এসব নিয়ে এখনও আলোচনাই করিনি।’ অবশ্য সিরিজটি হতে এখনও ৩ মাস বাকি। এর মধ্যে বাংলাদেশ দলের কোন আন্তর্জাতিক ব্যস্ততাও নেই। নির্বাচকদের জন্য সুযোগ থাকছে এই দীর্ঘ সময়ে অনেককিছু পর্যবেক্ষণ করার।
×