ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে নির্বাচনী সংঘর্ষে আহত দুই

প্রকাশিত: ০৫:২৭, ২৪ মার্চ ২০১৮

ফরিদপুরে নির্বাচনী  সংঘর্ষে আহত  দুই

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ মার্চ ॥ কানাইপুরে নির্বাচনী সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কানাইপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকির বেলায়েত হোসেনের (নৌকা) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আহিদ মোল্লার (আনারস) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় আহত আরিফ মোল্লাকে (৩৬) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফ মালাঙ্গা গ্রামের সনু মোল্লার ছেলে। অপর আহত ওই একই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে জামান মোল্লাকে (৪৫) ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, মালাঙ্গা গ্রামের কাছাকাছি ওই দুই প্রার্থীর দুটি নির্বাচনী অফিস রয়েছে। দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও লাঠি নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ফকির বেলায়েতের নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। আহত হন তার দুই সমর্থক। ফকির বেলায়েত হোসেন বলেন, আমার নির্বাচনী অফিসে হামলা করে ভাংচুর ও আমার দুই সমর্থককে পিটিয়ে আহত করেছে স্বতন্ত্র প্রার্থী, তার ভাই ও সমর্থকরা।
×