ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর জোড়া গোলে রিয়ালের জয়

প্রকাশিত: ০৬:৫৭, ১১ মার্চ ২০১৮

রোনাল্ডোর জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে এইবারকে। রিয়াল মাদ্রিদের হয়ে এদিন দুটি গোলই করেছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজেদের মাঠে এদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল এইবার। তবে প্রথমার্ধের ৩৪ মিনিটেই এইবারের রক্ষণপ্রাচীর ভেঙ্গে রিয়াল মাদ্রিদকে প্রথম এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে এইবার। দারুণ এক গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান এইবারের রক্ষণসৈনিক ইভান রামিস। এর ফলে রিয়ালের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখতে শুরু করে দেয় স্বাগতিক সমর্থকরা। তবে ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট তখনই রিয়ালের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে চলতি মৌসুমে নিজের গোল সংখ্যাটাকে নিয়ে যান ১৮তে। শুধু তাই নয়, শেষ ১০ ম্যাচে ১৭ গোল করে নিজের জাত চেনালেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। সেই সঙ্গে রোনাল্ডো ফুরিয়ে গেছেন বলে যারা মৌসুমের শুরু থেকেই সমালোচনা করছিলেন তাদের জবাবটাও বেশ ভালভাবে দিয়ে দিলেন সি আর সেভেন। এইবারের বিপক্ষে জয়ের ফলে মৌসুমের প্রথম ২৮ ম্যাচ থেকে ১৭ জয়, ৬ ড্র আর ৫ ম্যাচে হারায় রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। স্প্যানিশ লা লিগায় তাদের অবস্থান তিনে। এক ম্যাচ কম খেলেও সবার ওপরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। মেসি-ইনিয়েস্তাদের সংগ্রহে ৬৯ পয়েন্ট। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচ না হারা কাতালান ক্লাবটি লীগ শিরোপা পুনরুদ্ধারে ইতোমধ্যেই অনেকদূর এগিয়ে গেছে। লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বীদের দখলে ২৭ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট। চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ভ্যালেন্সিয়া এবং সেভিয়া।
×