ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সাত আসামির ১০ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

ঝালকাঠিতে সাত আসামির ১০ বছর করে কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৭ ফেব্রুয়ারি ॥ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চালককে কৌশলে অজ্ঞান সরে মাহেন্দ্র ছিনতাইয়ের দায়ে ৭জনকে দ-বিধির ২টি ধারায় ১০ বছর করে সশ্রম কারাদ- ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৯মাসের দ-াদেশ প্রদান করেছে। মঙ্গলবার এই আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামি সজল আকন ও হাবিবুর রহমানের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অন্য ৫ আসামি মোঃ রুবেল সিকদার মোঃ শহিদুল ইসলাম টিপু ওরফে সীপন সিকদার মেহেদী হাসান ও মোঃ সাজ্জাদ পলাতক রয়েছে। ২০১৫ সালের ২৯ এপ্রিল রাত ১০টায় একটি মাহেন্দ্রের ভাড়াটিয়া চালক সোহেলকে অজ্ঞান করে নলছিটি উপজেলার আমিরাবাদ স্কুলের সামনে ফেলে রেখে মাহেন্দ্র ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় মাহেন্দ্রের মালিক মিন্টু মোল্লা বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ৭ আসামিকে শনাক্ত করে নলছিটি থানার তৎকালীন এস আই আতিকুল ইসলাম অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে। সাজাপ্রাপ্ত রুবেল নলছিটি উপজেলার রুহুল আমিন সিকদার, শহিদুল ইসলাম, নলছিটি উপজেলার বদরপুর গ্রামের ফজলু সিকদার, টিপু ওরফে সিপন সিকদার নলছিটির বোয়ালকাঠী গ্রামের বাবুল সিকদার, মেহেদী হাসান নলছিটি উপজেলার পাওতা গ্রামের বশির হাওলাদার স্বজল আকন নলছিটির বদরপুর গ্রামের সবুজ আকন, সাজ্জাদ নলছিটির রাজবাড়ীয়া গ্রামের রুবেল এবং হাবিবুর রহমান রাজাপুরের কানুদাসকাঠী গ্রামের আঃ রহমানের পুত্র।
×