ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা স্কুল ছাত্রীর

প্রকাশিত: ১৮:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা  স্কুল ছাত্রীর

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ বিয়ের সকল আয়োজন সম্পন্ন। আমন্ত্রিত অতিথি আসলেই বিয়ে পড়ানো হবে। সোমবার রাতে এমনি সময় খবর পৌছে যায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের কাছে। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেনকে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য। খোঁজ-খবর নেয়ার খবরটিও পৌছে যায় বিয়ের ঘটনাস্থলে। সব যেন মুহুর্তেই পন্ড হয়ে যায়। চাকামইয়া নিশানবাড়িয়া গ্রামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল। একই গ্রামের মজিবর হাওলাদারের ছেলে অটোচালক মনিরের সঙ্গে জাহাঙ্গীর হাওলাদারের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হতে যাচ্ছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে এ যাত্রা বাল্যবিয়ের খড়গ থেকে বেচে গেল অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী।
×