ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মূল্য সংযোজন কর বাড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৪:১০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

মূল্য সংযোজন কর বাড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

বাজেট ঘাটতি এবং ঋণের বোঝা কমাতে গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মূল্য সংযোজন কর বাড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘোষণা দিয়েছেন। জ্যাকব জুমার সময়কালে দেশটির অর্থনীতির যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে মূল্য সংযোজন কর ১৫ শতাংশে উন্নীত করছে সরকার। যা দেশের অর্থনীতিতে ২০১৮-১৯ অর্থবছরে ২শ’ কোটি ডলার রাজস্ব আয় যোগাবে। ১৯৯৩ সাল থেকে মূল্য সংযোজন করে কোন পরিবর্তন আনা হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি উদযাপন ৬০ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ উপলক্ষে শনিবার রাজধানীর গলফ ক্লাবে এক মেজবানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, ১৯৫৮ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধির লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং সদস্যদের সার্বিক উন্নয়নে নিরন্তরভাবে কাজ করছে ডিসিসিআই। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। অর্থনীতিকে অচল করতে পারে, এমন কোন কর্মসূচী না দেয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ডিসিসিআইয়ের এই নেতা। তিনি বলেন, ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই বছর ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হবে। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার তথ্যাদি বিদেশী উদ্যোক্তাদের উপস্থাপন করা হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার বিআইবিএমে দিনব্যাপী রিসার্চ এ্যালমানাক অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে রিসার্চ এ্যালমানাক ২০১৮। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস. এম. মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিআইবিএম এর মোট ১৯টি গবেষণা পেপার উপস্থাপিত হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন সেশনে ভাগ করে। ব্যাংকার এবং গবেষকসহ আনুমানিক ২০০ জন লোক অংশগ্রহণ করেছেন।
×