ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্দোলন ও নির্বাচনের প্রস্তুত একসঙ্গে চলবে ॥ মওদুদ

প্রকাশিত: ০১:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

আন্দোলন ও নির্বাচনের প্রস্তুত একসঙ্গে চলবে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। যে কারণে বিএনপি'র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তবে আমাদেও গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি এক সঙ্গে চলবে। শনিবার দুপুওে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘ইয়ুথ ফোরাম’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সরকারকে হুসিয়ার কওে তিনি বলেন, বিএনপি একবার রাস্তায় নেমে গেলে দৃশ্যপট পরিবর্তন দেখতে পাবেন। মওদুদ বলেন, দেশে গড়ে ১০ জন করে প্রতিদিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে ৫ জন। হাজার হাজার মানুষ নির্বিচারে আটক-গ্রেফতার হচ্ছে। পুলিশ আইনশৃংখলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু বিরোধী মত ও শান্তিপূর্ণ আন্দোলন দমাতে মরিয়া। বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন অনুষ্ঠানেও হামলা করেছে পুলিশ। তারা নেতাকর্মীদের আটক করেছে। এ থেকে স্পষ্ট যে সরকার চায় না বিরোধী কোনো মত ও বাকস্বাধীনতা থাক। মওদুদ বলেন, খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে সরকার ভাবছে আবারও একই কায়দায় নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন, সে আশা পূরণ হবে না। খালেদা জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মুক্তি পাবেন। মুক্তিতে যদি দেরিও হয় তবে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে, তাই নেতাকর্মীদেও ধৈর্য ধরতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
×