ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার আবারও বাকশাল কায়েমের পরিকল্পনা করছে : ফারুক

প্রকাশিত: ০২:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

সরকার আবারও বাকশাল কায়েমের পরিকল্পনা করছে : ফারুক

স্টাফ রিপোর্টার ॥ দেশে আবারও বাকশালী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ১৯৭৫ সালে ২ মিনিটে সংসদে আওয়ামী লীগ সরকার বাকশাল কায়েম করেছিল। খালেদা জিয়াকে কারাগারে রেখে তারা আবারও বাকশাল কায়েমের পরিকল্পনা করছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।
×