ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রয়াস প্রয়োজন। সন্ত্রাস, জঙ্গীবাদে জড়িতদের এবং মাদকসেবী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করে তাদেরকে এ ধরনের অপতৎপরতা থেকে নিবৃত্ত করতে হবে। এ জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে সকল রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে গণমাধ্যম, রাজনৈতিক দল এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সকলের মতামত আমলে আনা হবে। সোমবার নগরীর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কার্যালয়ে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ৪১টি ওয়ার্ডে সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে ঐতিহাসিক লালদিঘীর মাঠে বৃহত্তর সমাবেশের মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকবিরোধী কঠোর অবস্থান গ্রহণ করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
×