ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ॥ খাদ্যমস্ত্রী

প্রকাশিত: ০৬:২৮, ২৮ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ॥ খাদ্যমস্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোটে কামরুল ইসলাম এমপি বলেছেন, পদ্মা সেতুর ফলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। পদ্মা সেতু বর্তমান সরকারের উন্নয়নের মহা পরিকল্পনার ফল। বিশ^ জানতে পেরেছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে কারণেই কেবল এটা সম্ভব হয়েছে। যার ফলে আজ পদ্মা সেতু উন্মুক্ত হতে সময়ের ব্যাপার । শনিবার সকালে কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল এ্যান্ড কলেজের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাপুর স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবদুল হান্নান। আরও উপস্থিত ছিলেন, স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আলমগীর হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট এনামুল হক, আইকে শাহীন, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ যোবায়ের, স্কুল কলেজের শিক্ষক- শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
×