ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৩, ১১ জানুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১৩। আসিফ মাত্র ২২ বছর বয়সে একটি অঞ্চলের শাসন ক্ষমতা লাভ করে। তার নানা তাকে সিংহাসনে বসান। আসিফের সাথে মিল বা সাদৃশ্য রয়েছে- (র) বাংলার শেষ স্বাধীন নবাবের (রর) মোঘল স¤্রাট জাহাঙ্গীরের (ররর) নবাব সিরাজউদ্দৌলার। নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। সেন রাজারা কোন অঞ্চল থেকে এসেছিলেন? (ক) হায়দারাবাদ (খ) কর্নাটক (গ) উড়িষ্যা (ঘ) দিল্লি। ১৫। পাল রাজাদের পতনের পর বাংলার সিংহাসন দখল করে কারা? (ক) ব্রাক্ষ্মণ সেন রাজারা (খ) তুর্কিরা (গ) আফগানরা (ঘ) কুর্দিরা । ১৬। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গুপ্ত রাজারা দখল করে- (র) সমগ্র উত্তর বাংলা (রর) দক্ষিণ পূর্ব-বাংলার কিয়দংশ (ররর) সমগ্র পূর্ব বাংলা। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) ররর (ঘ) র, রর ও ররর। ১৭। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয়- (ক) ব্রিটিশ সেনাপতি (খ) তুর্কি সেনাপতি (গ) মোঘল সেনাপতি (ঘ) আফগান সেনাপতি। ১৮। ইকলিম কোন ভাষার শব্দ? (ক) তুর্কি (খ) উর্দু (গ) ল্যাটিন (ঘ) ফরাসি। ১৯। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল? (ক) ৭৫বছর (খ) ১০০বছর (গ) ১৫০ বছর (ঘ) ২০০বছর। ২০। বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে- (র) পাল আমলে (রর) সেন আমলে (ররর) সুলতানি আমলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর। ২১। বর্তমানে ঢাকা শহরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে? (ক) দেশ ভাগ (খ) বঙ্গভঙ্গ (গ) ভারত-পাকিস্তান সৃষ্টি (ঘ) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। ২২। ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন? (ক) সামাজিক অনুশাসনের জন্য (খ) ব্রিটিশদের কঠোর নীতির জন্য (গ) ধর্মীয় গোঁড়ামির জন্য (ঘ) শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য। ২৩। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে? (ক) লর্ড কার্জন (খ) লর্ড ক্লাইভ (গ) লর্ড বেন্টিংক (ঘ) লর্ড কর্ণওয়ালিস। ২৪। কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? (ক) আর্য (খ) মৌর্য (গ) পাল (ঘ) মুসলিম। ২৫। বাংলায় স্বাধীন সুলতানি আমলের আমলের অবসান ঘটে কত সালে? (ক) ১২০৬ সালে (খ) ১৩৩৮ সালে (গ) ১৫৩৮ সালে (ঘ) ১৫৭৬ সারে। ২৬। এ দেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে- (ক) প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয় (খ) মানুষের মনে হিংসা দানা বাঁধে (গ) ভাতৃত্ব গড়ে ওঠে (ঘ) জনমনে অসন্তোষ সৃষ্টি হয়। ২৭। ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল? (ক) দেশ বিভাগের মাধ্যমে (খ) কুসংস্কার দূরীকরণের মাধ্যমে (গ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে (ঘ) ভারত শাসন আইন প্রবর্তন করে ২৮। কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতে আসেন? (ক) ইংরেজরা (খ) ওলন্দাজরা (গ) দিনেমাররা (ঘ) পর্তুগিজরা। ২৯। ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? (ক) লর্ড কার্জন (খ) লর্ড ক্যানিং (গ) লর্ড বেন্টিংক (ঘ) লর্ড হাডিঞ্জ। ৩০। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করা হয়? (ক) গবেষণার জন্য (খ) মুসলমানদের সন্তুষ্টি করার জন্য (গ) হিন্দুদের সন্তুষ্টি করার জন্য (ঘ) ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করার জন্য।
×