ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অগ্নিকান্ডে আ’লীগ কর্মীর বসতঘড় পুড়ে ছাই

প্রকাশিত: ২২:০০, ২৯ ডিসেম্বর ২০১৭

কালকিনিতে অগ্নিকান্ডে আ’লীগ কর্মীর বসতঘড় পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে ভয়াবহ অগ্নিকান্ডে মোঃ তাইজুল ইসলাম নামের এক আ’লীগ কর্মীর বসত ঘড় পুড়ে ছাই হয়েছে। এতে করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়। ভুক্তভোগী ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটেছে। এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম ইউনিয়ন আ’লীগের কর্মী খাতিয়াল গ্রামের তাইজুল ইসলামের বসতঘড়ে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন তার পুরো বসতঘড়ে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের ৩ ঘন্টাব্যাপী প্রানপন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বসতঘড়টিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ঘড় পুড়ে যাওয়ায় ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন তিব্রশীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আ’লীগ কর্মী তাইজুল ইসলাম বলেন, রাতের খাবার শেষে ঘুমিয়ে পরি। কিন্তু হঠাৎ করে উঠে দেখি আমার ঘড়ে আগুন লেগেছে। আমরা এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।
×