ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক আসামির জবানবন্দী চট্টগ্রামে ৪ নারী ধর্ষণ,জট খুলছে ॥ জড়িত পাঁচ জন

প্রকাশিত: ০৫:১৩, ২৮ ডিসেম্বর ২০১৭

এক আসামির জবানবন্দী চট্টগ্রামে ৪ নারী ধর্ষণ,জট খুলছে ॥ জড়িত পাঁচ জন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কর্ণফুলী থানার শাহমীরপুর গ্রামে ডাকাতি এবং একই পরিবারের ৪ নারীকে ধর্ষণ মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ন্যস্ত হওয়ার পর ঘটনার জট খুলতে শুরু করেছে। ইতোমধ্যেই গ্রেফতার হয়েছে ২ জন, যার মধ্যে একজন আদালতে জবানবন্দীও দিয়েছে। বেরিয়ে এসেছে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত সকলের নাম। তবে এর আগে পুলিশ যে ৩ জনকে গ্রেফতার করেছিল তাদের নাম আসেনি গ্রেফতার দুই আসামির জবানিতে। পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের জানান, কর্ণফুলী থানার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং ধর্ষণের সঙ্গে যারা ছিল তাদের সকলের নামই প্রকাশ পেয়েছে গ্রেফতার করা আবু সামা এবং মিজান মাতুব্বরকে জিজ্ঞাসাবাদে। পুরো ঘটনার পরিকল্পনাকারী ৪৫ বছর বয়সী আবু সামা। আদালতে দেয়া জবানবন্দীতে মিজান মাতুব্বর জানিয়েছে, ডাকাতি হয়েছিল সামার পরিকল্পনাতে। তবে সে (সামা) বাড়িতে প্রবেশ না করে বাইরে অপেক্ষায় ছিল। মিজানের সঙ্গে সামার পরিচয় হয়েছিল এই ঘটনার সঙ্গে জড়িত আরেকজনের মধ্য দিয়ে। পুরো ঘটনায় ছিল ৫ জন। এরমধ্যে বাড়ির ভেতরে ঢুকেছিল ৪ জন। জবানবন্দীতে মিজান ডাকাতি এবং ধর্ষণের কথা স্বীকার করলেও সে নিজে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল না দাবি করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পিবিআই সূত্র জানায়, ডাকাতি এবং ধর্ষণের ঘটনার সকল তথ্যই এরমধ্যে উদঘাটিত হয়েছে। কারা কারা জড়িত তাদের নাম পরিচয়ও অজানা নয়। তবে ইতোপূর্বে এ ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ যে ৩ জনকে গ্রেফতার করেছে তাদের নাম আসেনি এই দু’জনের বক্তব্য থেকে। এদিকে, পুলিশের গ্রেফতার হওয়া তিনজনের সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দু’জনের নাম না মেলায় প্রশ্ন উঠেছে, পুলিশ তাহলে কাকে গ্রেফতার করল।
×