ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছয় মাস পর সাতক্ষীরায় ফিরল মুক্তামণি

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ ডিসেম্বর ২০১৭

ছয় মাস পর সাতক্ষীরায় ফিরল মুক্তামণি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ টানা ছয়মাস চিকিৎসার পর নিজ বাড়িতে ফিরল রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে মেয়ের এত বড় চিকিৎসা করানোর জন্য কৃতজ্ঞ সাতক্ষীরার মুক্তামণির বাবা মা। প্রধানমন্ত্রী সব সময় তাদের মেয়ের খোঁজ খবর নিয়েছেন। তিনি সহযোগিতা করেছেন বলেই তাদের মেয়ের এই চিকিৎসা করানো গেছে বলে বলেন মুক্তামণির বাবা ইব্রাহিম। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ কামার বায়েশা গ্রামের বাড়িতে পৌঁছায় মুক্তামণির বহনকৃত এ্যাম্বুলেন্সটি। তার সঙ্গে ছিল তার বাবা ইব্রাহিম হোসেন, মা আসমা খাতুন এবং ছোট ভাই আল আমিন। মুক্তামণির বাড়ি ফেরার খবর পেয়ে আগে থেকে অনেক আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশিরা অপেক্ষায় ছিল। বাড়ি পৌঁছানের সঙ্গে সঙ্গে কয়েক শ’ মানুষ জড়ো হয়ে যায় মুক্তামণিকে একনজর দেখার জন্য। মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন বলেন, বৃহস্পতিবার মুক্তামণিকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। ডাক্তাররা ওকে ছাড়পত্র দিয়েছেন। তিনটা ওষুধ আর এ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার টাকা দিয়েছেন। একমাস পর আবারও চেকআপের জন্য ঢাকায় যেতে বলেছেন। প্রায় ৬ মাস পরে বাড়িতে ফিরে মুক্তামণি এখন খুশি। এখন তার অনেক ভাল লাগছে। ঢাকায় থাকা অবস্থায় বাড়ির কথা তার বার বার মনে পড়ত জানায় মুক্তামণি। বিভিন্ন গণমাধ্যমে বিরল রোগে আক্রান্ত মুক্তামণির খবর প্রকাশের পর ১০ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় সাতক্ষীরা সিভিল সার্জনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাড়িতে গিয়ে মুক্তাকে নিয়ে আসে। ওইদিন রাতে মুক্তাকে সরকারী এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
×