ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ডোপিং অভিযোগে বিস্মিত গ্যাটলিন

প্রকাশিত: ০৬:১২, ২৩ ডিসেম্বর ২০১৭

ডোপিং অভিযোগে বিস্মিত গ্যাটলিন

স্পোর্টস রিপোর্টার ॥ ডোপিংয়ের অভিযোগ তোলায় বিস্ময় প্রকাশ করেছেন স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন। শুধু তার বিরুদ্ধেই নয় এতে জড়িত গ্যাটলিনের কোচও। তবে এ অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে বিবৃতি দেন তিনি। মঙ্গলবার এ্যান্টি ডোপিং এজেন্সির বরাত দিয়ে গ্যাটলিন ও তার টিমের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি টেলিগ্রাফ’। সেই প্রতিবেদনে গ্যাটলিনকে শক্তিবর্ধক ড্রাগস সরবরাহের অভিযোগ আনা হয়েছে তার কোচ ডেনিস মিচেলের বিরুদ্ধে। তবে অভিযোগের বিষয়টিকে একেবারেই অস্বীকার করে ইনস্টাগ্রামে বিবৃতি দেন ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মার্কিন তারকা। অভিযোগ প্রমাণিত হলে কোচ ডেনিস মিচেলকে যত দ্রুত সম্ভব বহিষ্কার করবেন বলেও জানান তিনি। সব আইনী প্রক্রিয়ায় চলছে জানিয়ে এ বিষয়ে মিথ্যাকে প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন ৩৫ বছর বয়সী এই স্প্রিন্টার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক ডোপিংবিরোধী সংস্থা বিষয়টি খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করবে।
×