ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্কে চীফ প্রসিকিউটর

প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জজ মিয়া নাটক

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৭

প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জজ মিয়া নাটক

স্টাফ রিপোর্টার ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলার ২০তম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষ। মামলার চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান জজ মিয়ার জবানবন্দী তুলে ধরে যুক্তি দেখিয়ে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশে পরিচালিত ভয়াবহ গ্রেনেড হামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করতেই নিরীহ জজ মিয়াকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। তৎকালীন সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা এ অপকর্ম রক্ষক হয়ে ভক্ষক হওয়ার উদাহরণ। ২১ আগস্ট হামলা পরিকল্পনায় প্রশাসনিক সহায়তার আশ্বাস বাস্তবায়নে এ অপকর্ম আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। জজ মিয়াকে ভয়-ভীতি, প্রলোভন দেখিয়ে মিথ্যা-বানোয়াট স্বীকারোক্তি আদায় করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা, দেশ জঙ্গীবাদের বিস্তৃতি ঘটাতে প্রকৃত জড়িতদের আড়াল করতে জজ মিয়াকে দিয়ে মিথ্যে স্বীকারোক্তির নাটক তৈরির অপচেষ্টা হয়। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী সোম, মঙ্গল ও বুধবার । রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। চীফ প্রসিকিউটরকে যুক্তিতর্কে সহায়তা করেন এ্যাডভোকেট আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট ফারহানা রেজা। এ ছাড়াও রাষ্ট্রপক্ষে আবুল কালাম আজাদ, মোঃ আমিনুর রহমান, আবুল হাসনাত, আমানুর রহমান ও আশরাফ হোসেন তিতাস উপস্থিত ছিলেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আব্দুল সোবহান তরফদারসহ অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ২৩ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে। চীফ প্রসিকিউটর যুক্তিতর্কে বলেন, খেটে খাওয়া নিরীহ জজ মিয়াকে দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনায় মিথ্যা সাজানো স্বীকারোক্তি আদায় একটি জঘন্য ঘটনা। জজ মিয়া এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ৭ জন আসামিকে সম্পৃক্ত করে আদালতে জবানবন্দী পেশ করেন। আসামিরা হচ্ছেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি শহুদুল হক, আশরাফুল হুদা ও খোদা বকস চৌধুরী, মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা- সিআইডি’র সাবেক এসপি রুহুল আমিন, সিআইডি’র সাবেক এএসপি আতিকুর রহমান ও আবদুর রশিদ।
×