ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুধ-বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ নভেম্বর ২০১৭

বুধ-বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার জন্য বুধ ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণীর আয়কর দাতাদের আয়কর ও আয়কর বিবরণী জমা দেয়া নবেম্বর মাসজুড়ে চলছে। ৩০ নবেম্বর তা জমা দেয়ার শেষ দিন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নবেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ জাতীয় মঞ্জুরি কমিশন-২০১৫ - এর সুপারিশ মতে জাতীয় মঞ্জুরি স্কেল-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবি নিয়ে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে মিলগেট সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও সুগার মিলের সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের গেট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, বেলাল হোসেন প্রমুখ। বক্তাগণ মজুরি কমিশন-২০১৫ অবিলম্বে ঘোষণা ও বাস্তবায়ন, বে-আইনীভাবে গঠিত আপদকালীন সেট-আপ ও সাশ্রয় নীতিমালা বাতিল, মৌসুমী থেকে স্থায়ীকরণসহ সকল শুন্য পদ পূরণসহ ১৯ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। -নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও
×