ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুখালীতে বাল্যবিয়ে, কাজীর দণ্ড ॥ সদরপুরে বন্ধ

প্রকাশিত: ০৪:১৩, ২৪ নভেম্বর ২০১৭

মধুখালীতে বাল্যবিয়ে, কাজীর দণ্ড ॥ সদরপুরে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ নবেম্বর ॥ সদরপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে (১২) বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিশু। বৃহস্পতিবার দুপুরে এ বিয়ের উদ্যোগ নেয়া হয়েছিল। শিশুটি সদর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। বর্তমানে ওই শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছিল। সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার জানান, বুধবার ওই শিশুর গায়ে হলুদ হয়। বৃহস্পতিবার ওই শিশুর ধর্ম পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর ওই শিশুটিকে পরীক্ষার হল থেকে নিয়ে সরাসরি তার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের গেট, মাইক বাজানো ও রান্নার আয়োজনসহ বিয়ের প্রস্তুতি। পরে ওই শিশুর মা ও বাবা শিশুটির বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ের উদ্যোগ নেয়া হবে না মর্মে মুচলেকা দেন ইউএনওকে এবং বিয়ের উদ্যোগ বন্ধ করে দেয়া হয়। শিশুটি যাতে আগামী ২৬ নবেম্বর অনুষ্ঠিত পিইসি পরীক্ষায় অংশ নিতে পারে সেটিও নিশ্চিত করা হয়েছে। এছাড়া মধুখালীতে বাল্যবিবাহ রেজিস্ট্রি করায় এক ভুয়া কাজীকে ৭ দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার রাতে মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের এক ব্যক্তি তার স্কুল পড়ুয়া কন্যাকে বিয়ে দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বিয়ে বাড়িতে হাজির হন। বিয়ে রেজিস্টারের খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি একজন রেজিস্ট্রেশন বিহীন বিয়ে রেজিস্টার (কাজী)। বাল্যবিবাহ রেজিস্টার করায় এবং রেজিস্ট্রেশন না থাকায় ভ্রাম্যমাণ আদলত ভুয়া কাজী ইদ্রিস আলীকে ৭ দিনের কারাদণ্ড দেন। গাইবান্ধায় আট জনকে পুড়িয়ে হত্যা মামলায় চার্জ গঠন নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ নবেম্বর ॥ গাইবান্ধা সদর তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে নারী ও শিশুসহ ৮ নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৭৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলুসহ ৭৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে এ অভিযোগ গঠন করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে শিশু ও নারীসহ ৮ জন মারা যায়।
×