ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে মুরগীসহ ফার্ম ভূষ্মিভূত

প্রকাশিত: ০১:০৬, ২৩ নভেম্বর ২০১৭

সোনারগাঁয়ে মুরগীসহ ফার্ম ভূষ্মিভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের দিঘিচাঁনপুর একটি মুরগীর ফার্মে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফার্মের মালিকের দাবি আগুনে দুই হাজার মুরগী পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এ বিষয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের নিজামউদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি মুরগীর ফার্ম দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। আমিনুল ইসলাম বুধবার রাতে ফার্মের থাকা ২ হাজার মুরগীকে খাবার খাইয়ে পাশ্ববর্তী হামছাদী বাজারে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা আমিনুল ইসলামের ফার্মে ২ হাজার মুরগীসহ আগুন দিয়ে পালিয়ে যায়। আশাপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পরও ২ হাজার মুরগীসহ ফার্মটি ভূষ্মিভূত হয়ে যায়। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে মুরগীর ফার্মের মালিক আমিনুল ইসলামের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফার্মের মালিক আমিনুল ইসলাম জানান, বেকারত্ব দূর করার জন্য প্রশিক্ষণ নিয়ে মুরগী পালনের কাজ শুরু করি। শত্রুতা করে আমার অর্থনৈতিক ক্ষতি সাধনের জন্য দুর্বৃত্তরা আমার ফার্মে আগুন দিয়ে ২ হাজার মুরগীসহ ফার্ম জ্বালিয়ে দেয়। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×