ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অপহৃত শিশু উদ্ধার পিতা-পুত্র গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ অক্টোবর ২০১৭

অপহৃত শিশু উদ্ধার পিতা-পুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর থেকে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে অপহৃত শিশুকে জীবিত উদ্ধার করা হয়। শনিবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ সদর থেকে তাদের গ্রেফতারের পর তাদের কাছে থাকা শিশুকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের আঙ্গিনা থেকে ৩ বছরের শিশু জাকারিয়াকে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করা হয়েছিল। পুলিশ সূত্র জানায়, জেলার মোহনপুর উপজেলা মতিহার গ্রামের রোবহান উদ্দিনের শিশু সন্তান জাকারিয়া শুক্রবার সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। ওই সময় জাকারিয়ার মা রহিমা খাতুন বাড়ির ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে রহিমা খাতুন সন্তান জাকারিয়াকে খাওয়ানোর জন্য খুঁজতে গিয়ে দেখেন সেখানে জাকারিয়া নেই। পরে খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান পায়নি। তবে প্রতিবেশীরা জানায় যে, তার (রহিমার) ননদের ছেলে রিমন আলীর সঙ্গে শিশু জাকারিয়াকে দেখেছে।
×