ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বসতভিটা ও জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ অক্টোবর ২০১৭

বসতভিটা ও জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৭ অক্টোবর ॥ তিন ফসলি জমিসহ বসতভিটা এলাকা অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে ধানখালীর নিশানবাড়িয়া এলাকায় শত শত কৃষক পরিবারের সদস্যরা মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশ করেছে। সকাল সাড়ে দশটায় ঘণ্টাব্যাপী মানববন্ধন সমাবেশে এলাকার নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেনÑ গাজী রাইসুল ইসলাম রাজীব, শওকত হোসেন তালুকদার, মহিব মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন আবদুর রশিদ তালুকদার। বক্তারা জানান, তিন ফসলি জমি, ঘনবসতিপূর্ণ এলাকা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, কবরসহ তাদের শত বছরে পুরনো বাড়িঘর যা বিভিন্ন সংস্থার নামে কোন ধরনের যাচাই-বাছাই ছাড়াই অধিগ্রহণ করা হচ্ছে। ফলে বসতভিটা হারা হচ্ছে সাধারণ হাজারো কৃষক পরিবার। সরকারের এক শ্রেণীর কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা প্রতিবেদন দাখিল করে এসব জমি অধিগ্রহণের আওতায় নেয়া হচ্ছে বলে এরা অভিযোগ করেন। এসব অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধের দাবিতে তারা যে কোন ধরনের প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
×