ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির তিন শিক্ষার্থীকে দিয়ে পিয়নের দায়িত্ব পালন!

প্রকাশিত: ০৬:০৪, ২৬ অক্টোবর ২০১৭

রাবির তিন শিক্ষার্থীকে দিয়ে পিয়নের দায়িত্ব পালন!

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন শিক্ষার্থীকে দিয়ে পিয়নের দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার তৃতীয় বিজ্ঞান ভবনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় গণিত বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীকে দিয়ে পিয়নের দায়িত্ব পালন করানো হয়। বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক আখতার ফারুক এ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের সুপারিশের ভিত্তিতে ওই তিন শিক্ষার্থীকে পিয়নের দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নিজ বিভাগের দরিদ্র তিন ছাত্রকে পিয়ন হিসেবে কাজ করার সুযোগ দেন। তবে ওই তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তা জানত না বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ। বুধবার ‘সি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের ৩৩৪, ৪২৪ ও ৪২৫ নম্বর কক্ষে পিয়নের দায়িত্ব পালনকালে কর্তব্যরত শিক্ষকরা তাদের শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেন। বিজ্ঞান অনুষদের অধ্যাপক আখতার ফারুক বলেন, সাধারণত কর্মচারী ঠিক করার জন্য কমিটি করে দেয়া থাকে। তারাই পরীক্ষার হলে কর্মচারীদের দায়িত্ব দেয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এটা কোন কারণে একটু ভুল হয়ে গেছে। কাজটি ঠিক হয়নি। হয়তো তিনি এটা বুঝতে পারেননি। এটা আমাদের জন্য দুঃখজনক। তবে এটা আর ভবিষ্যতে কখনও হবে না।
×