ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ সদস্যের ওপর হামলার বিচার দাবি

প্রকাশিত: ০৪:৩১, ২৫ অক্টোবর ২০১৭

জেলা পরিষদ সদস্যের ওপর হামলার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ অক্টোবর ॥ শেরপুরে খোদ জেলা পরিষদেই হামলার শিকার হয়েছেন জাকারিয়া বিষু (৪০) নামে এক সদস্য। ওই ঘটনায় মঙ্গলবার বিকেলে পৌর টাউনহল অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান ও তার কতিপয় আত্মীয়ের বিচার দাবি করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনার সঙ্গে নিজের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া বিষু অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প নিয়ে পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। প্রায় দেড় মাস আগে জেলা চেয়ারম্যান অফিসের ভেতরের কামরায় নিয়ে তাকে বহু হুমকি দেন। এরই জের ধরে সোমবার দুপুরে অফিসে গিয়ে সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানের সঙ্গে একটি প্রকল্পের বিষয় নিয়ে কথা বলা অবস্থায় চেয়ারম্যান নিজে ও তার সঙ্গে থাকা ভাই কামাল, হাসান ও আত্মীয় রিপন, মিন্টুসহ আরও কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে এবং পিঠের কয়েক জায়গায় কলম দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করে।
×