ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: ০৫:৩২, ২৪ অক্টোবর ২০১৭

কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী স্মরণে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ঔপন্যাসিক, গল্পকার ও অনুবাদক খালেকদাদ চৌধুরীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা ইউনিট যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খালেকদাদ চৌধুরীর কর্মময় জীবন ও সাহিত্যকর্মের ওপর আরও আলোচনা করেন ঃ লোকসাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, অধ্যাপক ননীগোপাল সরকার, উদীচীর জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, কবি সরোজ মোস্তফা, জেলা কৃষকলীগের সভাপতি কেশবরঞ্জন সরকার, খলেকদাদ চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী এবং সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার।
×