ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

প্রকাশিত: ২১:৪৩, ২৩ অক্টোবর ২০১৭

রাজশাহীতে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘চেতনার জাগরণে বই’ এই শ্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বিভাগীয় বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বইমেলার আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। বাস্তবায়ন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ বই মেলা শুরু হয়। রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান প্রমুখ। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। মেলায় সৃজনশীল ও জ্ঞানমূলক গ্রন্থ প্রকাশনায় নিয়োজিত জাতীয় পর্যায়ের ৬৫টি প্রকাশনীর নিজস্ব স্টল রয়েছে। শুরুর দিনেই শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
×