ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারী হোটেল কর্মচারী নিহত, আহত ২

প্রকাশিত: ০৪:২৭, ১৬ অক্টোবর ২০১৭

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারী হোটেল কর্মচারী নিহত, আহত ২

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ অক্টোবর ॥ আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি হোটেলের নারী কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একই হোটেলের আরও দুই কর্মচারী। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার ‘মা হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট’ নামে একটি খাবার হোটেলে এ দুর্ঘটনা ঘটে। হোটেল মালিক জাহেদুল ইসলাম জানান, শনিবার ওই নারীকে তার হোটেলে কাজ করার জন্য নিয়ে আসে বাবুর্চি বাবু। রাতে হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের আগুনে তরকারি গরম করছিল ওই নারী। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই নারী কর্মচারীর মৃত্যু হয়। দৌড়ে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয় আরও দুই কর্মচারী। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে নিহত ওই নারী হোটেলে নতুন কাজ নেয়ায় তার নাম-পরিচয় জানাতে পারেনি হোটেল মালিক। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাইপাইল এলাকার ওই হোটেলে অগ্নিকা-ের খবর পান তিনি। পরে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হলে এক নারীর মৃতদেহ হোটেলের রান্নাঘর থেকে উদ্ধার করা হয়।
×