ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নোভিস্টা ফার্মা কিনবে বেক্সিমকো ফার্মা

প্রকাশিত: ০৩:৩০, ৮ অক্টোবর ২০১৭

নোভিস্টা ফার্মা কিনবে বেক্সিমকো ফার্মা

নোভিস্টা ফার্মা লিমিটেডের ৮৫.২২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে বেক্সিমকো ফার্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। এর জন্য উভয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) হবে বলে জানিয়েছেন বেক্সিমকোর উর্ধতন কর্মকর্তারা। তারা জানান, ডিসেম্বর ২০১৭ এর মধ্যে নোভিস্টার শেয়ার অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে। তারা আরও জানান, নোভিস্টা ফার্মা হরমন এবং এ জাতীয় ওষুধের জন্য বাংলাদেশে বিখ্যাত। কুইনটাইলস আইএমএস এর জরিপ অনুযায়ী দেশে ওষুধের বাজারে ২০১৭ বছরের অর্ধবার্ষিকে নোভিস্টা ২১তম অবস্থানে রয়েছে। ১৯৬৪ সালে নেদারল্যান্ডসভিত্তিক ওরগানন ইন্টারন্যাশনালের সহযোগী হিসেবে ওরগানন (বাংলাদেশ) লি: নামে বাংলাদেশে ব্যবসা শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানটি দেশীয় মালিকানায় ছেড়ে দেয়। সে থেকে নোভিস্টা ফার্মা নামে ব্যবসা করছে। অর্থনৈতিক রিপোর্টার সাপ্তাহিক লেনদেনে ব্যাংকের আধিপত্য গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের ৮ কোম্পানি। এর মধ্যে শীর্ষে রয়েছে- এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯ কোটি ২৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৭১ কোটি ৫৭ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার দর ৮ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৫৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩১ কোটি ৫১ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৭ কোটি ৫৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক,আমরা নেটওয়ার্ক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। অর্থনৈতিক রিপোর্টার
×