ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন পূজামন্ডপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বিভিন্ন পূজামন্ডপে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৯ সেপ্টেম্বর ॥ ব্যাপক উৎসাহে হিন্দু ধর্মের বৃহত্তর উৎসব দুর্গা পূজো পালিত হচ্ছে। এলাকার সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত তিন দিনব্যাপী কেশবপুরের ১২টি ইউনিয়নেরর বিভিন্ন পূজো মন্ডপ পদির্শন করেছেন। বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনি বিভিন্ন জায়গায় প্রতিমা দর্শন ও এলাকার হিন্দু সপ্রদায়ের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন নিদর্শন। এ ক্ষেত্রে মানুষ নিজের ধর্মকে যেমন ভালবাসে অন্য ধর্মকে তেমন শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের সমঅধিকার নিশ্চিত করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার, রাষ্ট্র সবার। প্রতিমন্ত্রী বলেনে, দূর্গা হলেন দূর্গতিনাশিনী, অশুভশক্তির দমন ও শুভশক্তির বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, সহকারী কমিশনার কবির হোসেন পলাশ, পৌর মেয়র রফিকুল ইসলাম।
×