ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ামারের সেনা কর্মকর্তাদের বিচার দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৮:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ামারের সেনা কর্মকর্তাদের বিচার দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক ॥ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন। এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের দাবি জানালো যুক্তরাষ্ট্র। নিক্কি হ্যালি তার ভাষণে মিয়ানমারের সঙ্গে অস্ত্র বাণিজ্য বাতিল করতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বার্মা কর্তৃপক্ষ জাতিগতভাবে সংখ্যালঘুদের দীর্ঘ মেয়াদে নিধনের প্রচারণা ও নৃশংস যে কর্মকাণ্ড চালাচ্ছে সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাতে আমরা ভীত নই। রাখাইনে লাখ লাখ রোহিঙ্গা মানুষদের বাস্তুচ্যুতি ও তাদের জাতিগত নিধনের যে অভিযোগ জাতিসংঘ করে আসছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তারই প্রতিধ্বনি করছে বলেও জানান নিক্কি হ্যালি। মার্কিন দূত বলেন, ‘বার্মার সেনাবাহিনীকে অবশ্যই মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে শ্রদ্ধা করতে হবে। যাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে সেনা দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং অপরাধের জন্য বিচার করতে হবে।’ তিনি বলেন, ‘ যেসব দেশ বর্তমানে বার্মার সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে, তাদের উচিৎ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত এ ধরণের কার্যক্রম বন্ধ করা।’ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন অবশ্য গৎবাঁধা সুরে দাবি করেছেন, রাখাইনে কোনো জাতিগত নিধন কিংবা গণহত্যা হচ্ছে না।
×