ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই

প্রকাশিত: ০৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৭

প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই

ফ্যাশন ম্যাগাজিন প্লেবয়ের প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই। প্লেবয় এন্টারপ্রাইজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নিজ বাড়ি প্লেবয় ম্যানশনে ৯১ বছর বয়সী হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে। ১৯৫৩ সালে বাড়ির রান্নাঘর থেকে প্লেবয়ের প্রকাশনা শুরু করেছিলেন হেফনার। এক সময় তা প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিনে পরিণত হয়। প্লেবয় যখন সাফল্যের শীর্ষে, সে সময় মাসে ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছে এ ম্যাগাজিন। সংবাদমাধ্যমে হেফনার প্রায়ই চিত্রায়িত হয়েছেন প্লেবয় ম্যানশনে একদল স্বর্ণকেশী পরিবেষ্টিত হয়ে জীবনযাপন করা এক কামুক বুড়ো হিসেবে। টাইম ম্যাগাজিন তাকে বর্ণনা করেছিল ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ হিসেবে। হিউ হেফনার কোটি কোটি পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন। -বিবিসি চাঁদে প্রথমবারের মতো হতে যাচ্ছে মহাকাশ স্টেশন রাশিয়া ও যুক্তরাষ্ট্র বুধবার নাসার নেতৃত্বে একটি প্রকল্পের অধীনে চাঁদে এই প্রথমবারের মতো মহাকাশ স্টেশন তৈরির জন্য সহযোগিতা করতে সম্মত হয়েছে। এটি মহাকাশের গভীওে পৌঁছে পর্যবেক্ষণ ও মঙ্গল গ্রহে মানুষ প্রেরণ করার দীর্ঘমেয়াদী প্রকল্পের একটি অংশ মাত্র। আদিলেইদে অনুষ্ঠিত কনফারেন্সে চুক্তিটিতে স্বাক্ষরের পর এক বিবৃতিতে রাশিয়ার মহাকাশ সংস্থা জানায়, ‘চাঁদের কক্ষপথে একটি মহাকাশ স্টেশন তৈরি করতে অংশীদাররা আন্তর্জাতিক কৌশলগত মানসম্মত উন্নয়ন করতে ইচ্ছুক। এগুলো পরে ব্যবহার করা হলেও, এখন এর কাজ করে এগিয়ে নেয়া হচ্ছে।’-এএফপি
×