ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসজেএ ফুটবল

সেমিতে ওঠার লড়াই আজ জনকণ্ঠের

প্রকাশিত: ০৫:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সেমিতে ওঠার লড়াই আজ জনকণ্ঠের

স্পোর্টস রিপোর্টার ॥ কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলের সেমিফাইনালে ওঠার মিশনে আজ মাঠে নামছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠ। সকাল সাড়ে নয়টায় টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মতিঝিলের বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে ঢাকা ট্রিবিউনের মুখোমুখি হবে টিম জনকণ্ঠ। এর আগে বুধবার ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে জনকণ্ঠ। গ্রুপের শেষ ম্যাচে দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে ২-০ গোলে হারিয়েছে জনকণ্ঠ। এর ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জনকণ্ঠ। নিজেদের প্রথম ম্যাচে আমাদের সময়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। গতকাল জনকণ্ঠের হয়ে খেলেছেন মজিবুর রহমান (অধিনায়ক), তপন বিশ্বাস, মিথুন আশরাফ, রুমেল খান, জাহিদুল আলম জয়, নিখিল মানখিন, শাহিন রহমান, রহিম শেখ ও নিয়াজ আহমেদ লাবু। জনকণ্ঠ ও ঢাকা ট্রিবিউন ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে চ্যানেল ২৪, ডেইলি স্টার, জাগো নিউজ২৪.কম, যমুনা টিভি, সমকাল ও একুশে টিভি। বাংলাদেশ-আফগান প্রথম ওয়ানডে আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও আফগানিস্তান যুব দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। প্রথম ওয়ানডে দিয়ে আজ সিরিজ শুরু হচ্ছে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার রাতেই বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান অনুর্ধ-১৯ ক্রিকেট দল। পরেরদিন সকালেই সিরিজের ভেন্যু সিলেট শহরে যায় তারা। আজ সিরিজ শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয়, ২ অক্টোবর তৃতীয়, ৪ অক্টোবর চতুর্থ ও ৬ অক্টোবর পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচ হবে সিলেটেই। সিরিজের শেষ ওয়ানডে ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পরিবর্তন করে সিলেটেই ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সময়সূচী অনুসারে যেহেতু শেষ ওয়ানডের ভেন্যু পাল্টাতে হবে না, তাই চতুর্থ ও পঞ্চম ম্যাচের মধ্যকার বিরতি একদিন কমিয়ে এনেছে বিসিবি।
×