ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৈয়দ শামসুল হক স্মরণে মিলন কান্তি দে’র আবৃত্তিসন্ধ্যা

প্রকাশিত: ০৪:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সৈয়দ শামসুল হক স্মরণে মিলন কান্তি দে’র আবৃত্তিসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে বিশিষ্ট যাত্রাশিল্পী মিলন কান্তি দে’র এক বিশেষ আবৃত্তিসন্ধ্যা আগামী শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। সৃজনশীল প্রকাশনা সংস্থা জ্যোতিপ্রকাশ আয়োজিত আবৃত্তিসন্ধ্যা পরিবেশনায় থাকবে দেশ অপেরা। আবৃত্তিসন্ধ্যা উদ্বোধন করবেন সৈয়দ হকের সহধর্মিণী বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরেণ্য নাট্যজন আতাউর রহমান। বিশেষ অতিথি থাকবেন আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়। অনুষ্ঠাপনে সভাপতিত্ব করবেন জ্যোতি প্রকাশ এর উপদেষ্টা, গবেষক মহসিন হোসাইন। অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের প্রথম সর্গ এবং সৈয়দ শামসুল হকের ৮টি কবিতাসহ বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন শ্রেষ্ঠ কবিতার সমন্বয়ে দুই হাজার পঙ্ক্তিমালা মুখস্থ আবৃত্তি করবেন মিলন কান্তি দে। নির্বাচিত কবিতার মধ্যে আরও কয়েকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ৬টি, কাজী নজরুল ইসলামের ৪টি, জীবনানন্দ দাশের ২টি, সুকান্ত ভট্টাচার্যের ২টি, শামসুর রাহমানের ২টি, নির্মলেন্দু গুণের ২টি এবং সুনীল গঙ্গোপাধ্যায়, ভাস্কর চৌধুরী, পূর্ণেন্দু পত্রী ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ১টি করে কবিতা থাকছে। শুরুতে সব্যসাচী লেখককে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করবেন আবৃত্তিকার মিলন কান্তি দে। আয়োজক জ্যোতিপ্রকাশের স্বত্বাধিকারী মোস্তফা জাহাঙ্গীর বলেন, যাত্রানট মিলন কান্তি দে দীর্ঘদিন ধরে আবৃত্তি করে আসছেন। সৈয়দ শামসুল হককে নিয়ে আবৃত্তিসন্ধ্যার আয়োজনটি একটি সৃজনশীল কাজ। এ কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি গৌরব বোধ করছি।
×