ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে ১৩ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০৫:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরা সীমান্তে ১৩ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ১৩ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে কলারোয়া সরকারী কলেজ বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, নবী হোসেন (২৭), দিলদার বেগম (২১), তার ছেলে আব্দুর রহমান (১), করিম (২৫), আমেনা বেগম (২০), তার ছেলে আলী নূর (১), তার স্বামী আব্দুল করিম, শহীদুল ইসলাম (২৪), জিনু আক্তার (২০), তার মেয়ে সাবিকুন্নাহার (৩), সালমা খাতুন (২১), তার ছেলে নূর হোসেন (২), নূর হায়াত (১) ও জমির হোসেন (১৮)। তারা সবাই বার্মার আরাকান রাজ্যের মন্ডুই জেলার মেসেরেনাই থানার মিদ্দাপাড়া গ্রামের বাসিন্দা। ১৮ দিন আগে তারা সে দেশের সেনাদের নির্যাতনের মুখে সম্ভ্রম হারিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ ভূ-খন্ডে প্রবেশ করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, প্রাণের ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল কলারোয়া উপশহরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে জেলা পুলিশের মাধ্যমে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
×