ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদালত থেকে আসামি পলায়ন ॥ তিন পুলিশ সাসপেন্ড

প্রকাশিত: ০৫:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

আদালত থেকে আসামি পলায়ন ॥ তিন পুলিশ সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা জজ আদালতের কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলো এটিএসআই আক্তারুল ইসলাম, কনস্টেবল আবুল হোসেন ও আব্দুল আলিম। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা স্বীকার করে বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। উল্লেখ্য, বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে কাঠগড়া থেকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আমজাদ হোসেন নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে যায়। পলাতক আমজাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আগুনপুর গ্রামের বাসিন্দা। সে নিজ স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি। মুন্সীগঞ্জে ৩ উপজেলায় তথ্য অধিকার আইন নিয়ে কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজং, টঙ্গীবাড়ি ও গজারিয়া উপজেলায় তথ্য অধিকার আইনবিষয়ক কর্মশালা হয়েছে। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী স্ব স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ চলে। টঙ্গীবাড়ি উপজেলায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. মোঃ গোলাম রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ভূঁইয়া মোঃ আতাউর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ। সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ কাবেরুল ইসলাম খান। এতে আরও অংশ নেনÑ টঙ্গীবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল বাসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, মৎস্য কর্মকর্তা পিয়াংকা সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ রহমান, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
×