ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচটিসির সঙ্গে গুগলের ১১০ কোটি ডলারের চুক্তি

প্রকাশিত: ০৪:০২, ২২ সেপ্টেম্বর ২০১৭

এইচটিসির সঙ্গে গুগলের ১১০ কোটি ডলারের চুক্তি

ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে খ্যাতনামা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির সঙ্গে ১১০ কোটি ডলারের চুক্তি করেছে টেক জায়ান্ট গুগল। তাইওয়ানের জনপ্রিয় এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এক সময় মোবাইল বাজারে বেশ আধিপত্য রেখে চললেও বর্তমান সময়ে স্যামসাং, এ্যাপলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। এ মাসের প্রথম দিকেই গুগল এইচটিসির পুরো মালিকানা অথবা আংশিক কিনতে যাচ্ছে তাইওয়ানের কমার্শিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়। গুগল এই মুহূর্তে এইচটিসির সম্পূর্ণ বা আংশিক মালিকানা ক্রয় করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পত্রিকাটিতে গত আগস্টে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এইচটিসির কর্তৃপক্ষ তাদের মালিকানার কিছু অংশ বিক্রি করতে আগ্রহী। তবে এইচটিসি ক্রয় করার পেছনে গুগলের আগ্রহের কারণ হিসেবে কন্টেন্ট, হার্ডওয়্যার, নিখুঁত স্মার্টফোন তৈরিই বড় কারণ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে মোবাইল পেমেন্ট এ্যাপ চালু করল গুগল ভারতে ‘তেজ’ নামে মোবাইল পেমেন্ট এ্যাপ চালু করেছে গুগল। গুগলের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড এবং এ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস দুই অপারেটিং সিস্টেমেই কাজ করবে এই এ্যাপ। গুগল জানিয়েছে, তেজ এ্যাপ দিয়ে গ্রাহকরা টাকা ট্রান্সফার ছাড়াও দোকান কিংবা ওয়েবসাইট থেকে পণ্য কিনতে পারবেন। এ্যাপলে পে, এ্যান্ড্রয়েড পে ও স্যামসাং পের মতোই গ্রাহকের ব্যাংক এ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে গুগল তেজ। গুগলের ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তেজ। ইংরেজীসহ ভারতের সাতটি ভাষায় এ্যাপটি উন্মোচন করা হয়েছে। এই পেমেন্ট সেবাটি দেশটির ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) স্ট্যান্ডার্ডভিত্তিক। গুগলের এই এ্যাপটি সরাসরি ভারতের স্থানীয় জনপ্রিয় মোবাইল ওয়ালেট সিস্টেম ‘পেটিএম’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। বর্তমানে ভারতে ২০ কোটিরও বেশি পেটিএম গ্রাহক রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×