ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রায়পুরে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ ॥ দুর্ঘটনার শঙ্কা

প্রকাশিত: ০৫:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭

রায়পুরে সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ ॥ দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৫ সেপ্টেম্বর ॥ ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ৪০ কিলোমিটার রাস্তার দুই পাশে বন বিভাগের শতাধিক গাছ ঝুঁকিপূর্র্ণ অবস্থায় রয়েছে। গত কয়েক বছর গাছের ডাল কাটা ও পুরাতন গাছ কেটে অপসারণ না করায় গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ অধিদফতর ও জেলা বন বিভাগের সমন্বয়হীনতার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা-রায়পুরের সড়কে রায়পুর সরকারী হাসপাতাল সংলগ্ন জনসেবা হাসপাতালের সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে। চারদিন পর গাছটি সড়ক থেকে সরানো হয়। সীমাহীন যানজটে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এ ধরনের অনেক গাছ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আঞ্চলিক সড়কের দুই পাশে। ৫ সেপ্টেম্বর রায়পুর হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে থাকা কড়ই গাছ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারসহ পড়ে যায়। এসব ঘটনায় কোন দুর্ঘটনা না ঘটলেও আতঙ্কে থাকেন বাসযাত্রীসহ রাস্তায় চলাচলকারীরা। স্থানীয়রা জানান, এ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ছোট বড় গাছগুলো অতিবর্ষণে অনবরত পানি পড়ে পাকা সড়কের বিটুনি ও কংকিট নষ্ট করে ফেলে। এতে করে সড়কের ওপর বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। গর্তগুলো বৃষ্টি হলে পানি জমে যায়। গাছের গোড়ায় মাটি কমতে থাকে। ফলে দুর্ভোগে পড়ে সড়কের ওপর চলাচল করা গাড়ির যাত্রীরা। এ বিষয়ে যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর বন বিভাগের ফরেস্টার নূরে আলম হানিফ জানান, কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যেই লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন বিভাগের নোয়াখালী আঞ্চলিক অফিস থেকে টেন্ডারের মাধ্যমে গাছগুলো অপসারণ করার উদ্যোগ নেয়া হবে।
×