ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রানে ফিরে জবাব দিতে চান সৌম্য

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রানে ফিরে জবাব দিতে চান সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ সৌম্য সরকারকে নিয়ে অনেক আশা। কিন্তু বারবার হতাশই হতে হয়েছে। একের পর এক ম্যাচে যে ব্যর্থ হচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই যেমন ব্যর্থতা সঙ্গী হয়েছে। এমন খেললে তো সমালোচনা হবেই। সৌম্যের বেলাতে সমালোচনা তো আরও কঠিন হয়। খারাপ খেলার পরও দলে থাকলে সবার মুখেই একটি কথা শোনা যায়, কোচ হাতুরাসিংহের পছন্দেই খেলছেন সৌম্য। সৌম্যও এ বিষয়গুলো জানেন। তিনি সমালোচনার জবাবও দিতে চান। রান করে জবাব দিতে চান। সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই। খারাপ করলেই সমালোচনা হয়। কোচের পছন্দ বলে কথা ওঠে। সৌম্যকে এসব বিষয় মনে করিয়ে দিতেই বললেন, ‘সবচেয়ে বড় কথা হলো ওই সময়টায় ফেসবুকে কম যাওয়ার চেষ্টা করি। আর ভাল খেললেও তো সবাই কথা বলে। যেহেতু আমদের দেশের ভাল খেললে তাকে নিয়ে বেশি আলোচনা হয়, খারাপ খেললেও কথা বলে। এটাকে পজিটিভভাবে দেখি। ভাল-মন্দ যাই হোক, সবাই আমাকে নিয়েই কথা বলছে। এ সব ভেবে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি। সমালোচকদের চুপ করানোর একটাই উপায় আছে, সেটা হলো রান করা। আমি হার্ডওয়ার্ক করি, বেশি রান করার জন্য।’ শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই মাসের ২৮ তারিখেই সিরিজ শুরু হবে। সেদিন পোচেফস্ট্রমে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ১৫ অক্টোবর প্রথম, ১৮ অক্টোবর দ্বিতীয়, ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর প্রথম ও ২৯ অক্টোবর দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ২১ সেপ্টেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি দিয়েই মূলত পূর্ণাঙ্গ সিরিজের মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগেও ১২ অক্টোবর একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমরা। দুই ম্যাচেরই প্রতিপক্ষ দলটি হচ্ছে সাউথ আফ্রিকা (সিএসএ) আমন্ত্রিত একাদশ। বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে। প্রথম টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২০০৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজের আগে বাংলাদেশ দলের কোন অনুশীলন নেই। ব্যক্তিগতভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ক্রিকেটাররা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বুধবার সৌম্য সরকারও নিজ উদ্যোগে অনুশীলন করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খারাপ করেছেন। সব মিলিয়ে ৬৫ রান (৮, ১৫, ৩৩, ৯) করেছেন। এবার দক্ষিণ আফ্রিকায় যেন ভাল করা যায়, সেই জন্য প্রস্তুত হচ্ছেন। খারাপ করলে যে সমালোচনা আরও বাড়বে। টেস্ট দল থেকেও বাদ হতে পারেন। তাই তো সতর্ক সৌম্য। অস্ট্রেলিয়া সিরিজ প্রত্যাশা মতো হয় নাই। দক্ষিণ আফ্রিকায় তাই ভাল কিছু করার পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন। বলেছেন, ‘কঠিন সিরিজ। তারপরও তো খেলতেই হবে। তবে কঠিনের মধ্য দিয়েই ভাল করতে পারলে সেটা বেশি মর্যাদা পাবে। নিজেকেও আত্মবিশ্বাসী মনে হবে। ওদের মাটিতে, ওদের কন্ডিশনে গিয়ে ভাল কিছু করতে পারলে আলাদা মজা থাকবে। চেষ্টা করব ভাল কিছু করার এবং পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাল খেলতে থেকেও ভুল শটে আউট হন সৌম্য। কেন? ব্যাখ্যা দিলেন নিজেই, ‘শ্রীলঙ্কাতে যেভাবে খেলেছি, এখানেও সেভাবে খেলতে চেয়েছি। কারণ শ্রীলঙ্কার উইকেট আর আমাদের উইকেট প্রায় একই রকম। এ কারণেই ওই ধরনের ব্যাটিংই করেছি। যতটুকু সময় উইকেটে ছিলাম, ব্যাটেও বল আসছিল। কিন্তু একটা মিসটেকের কারণে আউট হয়ে যাচ্ছিলাম। এটা নিয়ে কাজ করছি। দেখছি যে, এটা আমার ভুল, নাকি ওরা বেশি ভাল বল করেছে। এই ভুলটা যাতে ওখানে গিয়ে না হয়, সেই চেষ্টা করছি।’ বাউন্সি উইকেটে সৌম্য ভাল খেলেন। এবার কী হবে? সৌম্য জানান, ‘ওদের আর আমাদের কন্ডিশন আলাদা। চেষ্টা করব বাউন্সি উইকেটে যেভাবে রান করা যায়, সেখানে ওইভাবে চেষ্টা করব। মানসিকভাবেও সেভাবে প্রস্তুত হব।’ অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া টেস্টে এ বছর সৌম্য ভাল ব্যাটিংই করেছেন। অন্য দুই ফরমেটে অবস্থা খারাপ যদিও। কিন্তু টেস্টে ভাল। এ বছর ৬ টেস্টে ১২ ইনিংস খেলেছেন। তিন ইনিংসে হাফসেঞ্চুরি রয়েছে। চারটি ইনিংসে ত্রিশোর্ধ রান রয়েছে। ৫টি ইনিংসে খুবই খারাপ অবস্থা। তিন অঙ্কে এখন পর্যন্ত পৌঁছাতে পারেননি। সৌম্য এ নিয়ে বলেন, ‘টেস্টে তিন অঙ্ক ছুঁতে পারা বড় ব্যাপার। আমারও অনেক দিনের চেষ্টা আছে। ইচ্ছা ছিল। অস্ট্রেলিয়া সিরিজে একটা প্ল্যান ছিল। এখানে যেহেতু পারিনি, পরের সিরিজে যাতে নিয়মিত ব্যাটিংটা ভাল করতে পারি, সেই চেষ্টা থাকবে।’
×