ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

 কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

কারচুপির কারণে ফল বাতিল হওয়ায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কেনিয়ার নির্বাচন কমিশন। ১৭ অক্টোবরের নির্বাচনে প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা ও বিরোধী প্রার্থী রাইলা ওডিঙ্গা ছাড়া আর কেউই অংশ নিতে পারবেন না। সুপ্রীমকোর্ট ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন দিতে বলার তিন দিন পর কেনিয়ার নির্বাচন কমিশন এ নতুন তারিখ ঘোষণা করে। বিবিসি। এর আগে গত ৮ আগস্ট অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পাওয়া কেনিয়াত্তাকে জয়ী ঘোষণা করা হয়। ফল প্রত্যাখ্যান করে কমিশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ওডিঙ্গা। অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানিয়ে শুক্রবার সুপ্রীমকোর্ট নির্বাচনের ফলকে ‘অবৈধ’ এবং সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে ঘোষণা করে। তারা ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশও দেয়। আফ্রিকার ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে ফল প্রত্যাখ্যান করে বিরোধীদের নতুন নির্বাচনের দাবিতে আদালতের রায় এলো।
×