ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিমলায় গণধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ আগস্ট ২০১৭

ডিমলায় গণধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বৃদ্ধ মাকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে রাতের আঁধারে বাড়ি হতে তুলে নিয়ে তিস্তা নদীর দুর্গম চরে গণধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি আব্দুর রহিমকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিমলা উপজেলার ডালিয়ার এক নম্বর বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম ওই উপজেলার খালিশাচাঁপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত ওই গৃহবধূর স্বামী ঢাকায় রিক্সা চালানোর কারণে তার অনুপস্থিতির সুযোগে গত ১৯ আগস্ট গভীর রাতে ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় আসামিরা। এ সময় ওই গৃহবধূর বৃদ্ধা মা বাঁধা দিতে গেলে তাকে আসামিরা দড়ি দিয়ে বেঁধে রাখে। ঘটনার পর দিন দুপুরে ওই গৃহবধূকে তিস্তার দুর্গম চরে সংজ্ঞাহীন ও হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ওই গৃহবধূসহ তার মাকে প্রথমে ডিমলা হাসপাতালে ও পরে গৃহবধূকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জ্ঞান ফিরে এলে ওই গৃহবধূ অভিযোগ করে আসামিদের মধ্যে দুইজন তাকে ধর্ষণ করে। তার ডাক্তারী পরীক্ষা করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে ডিমলা থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
×