ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৭০ খালই উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৫:০৯, ২৭ আগস্ট ২০১৭

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৭০ খালই উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জলাবদ্ধতা পরিস্থিতি থেকে মুক্তি পেতে ড্রেজেন মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর ৭০টি খাল উদ্ধারের দাবি জানিয়েছে একটি নাগরিক সংগঠন। বর্তমানে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ৩৭ খালের কথা বলা হয়েছে। কিন্তু অবশিষ্ট খালগুলোর কথা নেই। এগুলো চিহ্নিত করতে হবে। এরপরেই যেতে হবে এ্যাকশনে। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘চট্টগ্রাম মহানগরীর নদী ও খাল উদ্ধার নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ৭০টি খাল উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যে এগুলোর ৬ থেকে ৭ ফুট গভীরতায় খনন করতে হবে এবং উভয় পাশে দেয়াল নির্মাণ করতে হবে। সাংবাদিক সম্মেলনে নাগরিক আন্দোলন কর্মী আলিউর রহমান লিখিত বক্তব্যে বলেন, চট্টগ্রাম শহরের ১৯৬৯ সালে ড্রেনেজ মাস্টারপ্ল্যান ও আরএসসিট অনুযায়ী খালের সংখ্যা ৭০টি। আর এসব খালের দৈর্ঘ্য ৩৬৫ কিলোমিটারেরও বেশি। কালুরঘাট ব্রিজ থেকে কর্ণফুলী মোহনা পর্যন্ত ৩৪টি খাল নদীতে মিশেছে। আবার এর মধ্যে ১২ খালের দুই-তৃতীয়াংশ বেদখল হয়ে আছে। সাংবাদিক সম্মেলনে বলা হয় সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দৃশ্যমান ৩৪ বা ৩৭টি খাল বেদখল ও ভরাটের কথা বলে থাকে।অবশিষ্ট খালের কথা উল্লেখ করেন না। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×