ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বাসচাপায় দুই আরোহী নিহত

প্রকাশিত: ০৫:০৯, ২৭ আগস্ট ২০১৭

নেত্রকোনায় বাসচাপায় দুই আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ আগস্ট ॥ কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের গুমাই সেতু এলাকায় শনিবার বিকেলে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন কলমাকান্দা উপজেলার পাবই গ্রামের আওলাদ হোসেন (৩০) ও মুন্সিপুর-মহাদেও গ্রামের সাইকুল ইসলাম (৩৮)। এছাড়া আহত অপর আরোহীর নাম মোসলেম উদ্দিন। তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর বংশীকু-া গ্রামে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সাইকুল ইসলাম ও মোসলেম উদ্দিন শনিবার বিকেল তিনটার দিকে আওলাদ হোসেনের মোটরসাইকেলে (ভাড়ায়চালিত) চড়ে নেত্রকোনা থেকে কলমাকান্দায় যাচ্ছিলেন। গুমাই সেতুর কাছাকাছি পৌঁছলে কলমাকান্দাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ মোটরসাইকেলের তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়েন। তখন দ্রুতগামী বাসটি তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন চিকিৎসক আওলাদ ও সাইকুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া মোসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। দৌলতপুরে শিশু নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিয়ান নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া ম-লপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্যালো ইঞ্জিনচালিত দ্রুতগামী অবৈধ তিন চাকার নসিমন গরু বোঝাই করে মিরপুর যাওয়ার পথে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া ম-লপাড়ায় শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। শিশু আরিয়ান তারাগুনিয়া ম-লপাড়া গ্রামের ওমান প্রবাসী শরিফ উদ্দিনের ছেলে। নওগাঁয় মোটরসাইকেল চালক নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার দুপুরে মান্দায় গরু বোঝাই ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরবাইক চালক দুলাল চন্দ্র (৩২) নিহত হয়েছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দার নীলকুঠি-গোটগাড়ী রাস্তায় মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে নিহত দুলাল চন্দ্র উপজেলার চকরাজাপুর গ্রামের নৃপেন্দ্রনাথের ছেলে। দুর্ঘটনায় মোটরবাইকের অপর আরোহী বাবুল কুমার (৩০) আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুলাল চন্দ্র ও বাবুল কুমার মোটর বাইকযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে মুন্নার মোড়ে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুলাল ও বাবুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুলাল মারা যায়। লক্ষ্মীপুরে চালক নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকালে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার যাদৈয়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের মৃত হুক্কু মিয়ার ছেলে।
×