ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে ঘুমন্ত অবস্থায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:৩২, ২৬ আগস্ট ২০১৭

নড়াইলে ঘুমন্ত অবস্থায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ আগস্ট ॥ কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে খুলনার দীঘলিয়ার গাজীরহাট বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, নাহিদ মোল্যা বৃহস্পতিবার রাতে খুলনা ও নড়াইল জেলার সীমান্তবর্তী দীঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারসংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করে। গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, দুর্বৃত্তরা দুই তলায় উঠে জানালা দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, এলাকায় প্রভাব বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, হত্যাকা-ের কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
×