ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী ‘তাসের দেশ’

প্রকাশিত: ০৪:২১, ২৬ আগস্ট ২০১৭

২৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী ‘তাসের দেশ’

স্টাফ রিপোার্টার ॥ শিল্পের আশ্রয়ে বৈচিত্র্যময় উপস্থাপনা। এক আয়োজনে সম্পৃক্ত হয়েছেন ২৫ শিল্পী। সমসাময়িক প্রেক্ষাপটে তারা মেলে ধরেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সমাজসংলগ্ন নানা ভাবনা। সেসব শিল্পকর্ম নিয়ে শুক্রবার থেকে রাজধানীর আরামবাগের চান মিয়া ভবনের প্রদর্শনালয়ে শুরু হলো ‘তাসের দেশ’ শীর্ষক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। এই শিল্পসম্ভারের পরিকল্পনা, ভাবনা ও কিউরেশন করেছেন শিল্পী অতীশ সাহা। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন ও বেঙ্গল ফাউন্ডেশনের চীফ কিওরেটর তানজিম ওয়াহাব। তাসের দেশ শিরোনামে প্রদর্শনীটি যেন চলমান সময়ের শিল্পিত ম্যানিফেস্টো। ঘটেছে ভিন্ন ভিন্ন শিল্পভাষার যৌথ সমন্বয়। চিত্রকর্মের ড্রইং ও পেইন্টিং মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে স্থাপনাশিল্প, ভিডিও, পারমফর্মেন্স আর্ট, আলোকচিত্রসহ বহুমাত্রিক মাধ্যমে। সেই মাধ্যমগুলোয় মিশেছে প্রথাগত সময়ের আর্তি, অগনন কান্না, যুদ্ধের হাসি, ধর্মের ধ্বজা আর ডেভেলপমেন্ট ভায়োল্যান্স ইত্যাদি। যে সাইবার রিয়ালিটি এবং যুদ্ধ-বাস্তবতার ভেতর দিয়ে আমরা দৃশ্য রচনা করি সেই নিষ্ঠুর সত্যটাকে শিল্পীরা নির্মিত করেছেন বহুবিধ অভিধায়। বহুবিধ বিষয়গুলো একটা অখ- পটে এসে হাজির হয়েছে মানবিক মেলোড্রামায়। নানাবিধ রূপ-অরূপের ক্লাইম্যাক্সের সঙ্গে যুক্ত হয়েছে শিল্পের চিৎকার আর ক্রন্দনধ্বনি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ রনি আহমেদ, ঢালি আল মামুন, মুস্তফা জামান, জ্যো পল সিরিয়াক, সালমা আবেদীন পৃথ্বি, ফজলে রাব্বী, জিহান করীম, আবীর সোম, মিজানুর রাহমান সাকিব, ফারজানা আহমেদ ঊর্মি, ঈশিতা মিত্র তন্বী, জুনায়ের কিবরিয়া, মারজিয়া ফারহানা, রাজীব দত্ত, দিলারা বেগম জলি, সৈয়দ মুহাম্মদ জাকির, ওয়াকিলুর রহমান, জান্নাতুল মাওয়া, হাসনাত শোয়েব, মিঠুন রাকসাম, হাদি উদ্দিন, মুহাম্মদ ইমরান, শামিমা বিনতে রহমান, সৈয়দ জাহিদ ইকবাল এবং ওয়ালিদ সাদ্দাম তপু মাসব্যাপী এ প্রদর্শনী শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×