ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় ভাঙ্গন ঠেকাতে ৯ ব্যবসায়ীর উদ্যোগ

প্রকাশিত: ০৫:০৭, ২৪ আগস্ট ২০১৭

কুয়াকাটায় ভাঙ্গন ঠেকাতে ৯ ব্যবসায়ীর উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ আগস্ট ॥ অবশেষে সাগরের উত্তাল ঢেউয়ে বেলাভূমির ক্ষয় রোধে ব্যক্তি উদ্যোক্তারা এগিয়ে এলেন। ঢেউয়ের ঝাপটা ঠেকাতে কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্টের পশ্চিম দিকে প্রায় পাঁচ শ’ ফুট দীর্ঘ এলাকায় জিও টেক্সটাইলের বালুর বস্তা দেয়া হয়েছে। অন্তত এই বছরটি যেন নতুন করে বেলাভূমি সাগর গিলে খেতে না পেরে এ জন্য এমন উদ্যোগ নিলেন বেড়িবাঁধের বাইরের নয় ব্যবসায়ী। ইতোমধ্যে তারা ২৫০ কেজি ওজনের সাত শ’ জিও ব্যাগ দিয়ে ঢেউয়ের ঝাপটা প্রতিরোধের চেষ্টা করছেন। প্রাথমিকভাবে দুটি জো’র অস্বাভাবিক জোয়ারের প্রবল হানা অনেকটা প্রতিরোধ করতে পেরেছেন বলে জানালেন হোটেল সানরাইসের স্বত্বাধিকারী শাহজালাল। তিনি আরও জানান, জিও টেক্সটাইল ব্যাগ ছাড়াও প্লাস্টিকের আরও পাঁচ শ’ বস্তায় বালু ভরে প্রটেকশন দেয়ার চেষ্টা চালিয়ে গেছেন। তারা নয় ব্যবসায়ী এজন্য প্রায় দশ লাখ টাকা ব্যয় করছেন বলে জানালেন। সৈকতের বাণিজ্যিক ফটোগ্রাফার কবির হোসেন জানান, এমন উদ্যোগ আরও আগে নেয়ার প্রয়োজন ছিল। এছাড়া কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ সৈকতে যাওয়ার সড়কটির শেষাংশে প্লাস্টিকের বস্তায় বালু ভরে পাবলিক টয়লেট পর্যন্ত প্রটেকশনের কাজ করছেন। তবে যেখানে ঢেউয়ে বালু ধুয়ে নিচ্ছে সেখান থেকেই বালু কাটায় জোয়ারে বেশি গর্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অন্তত জরুরীভাবে এ মৌসুমের পূর্ণিমা-অমাস্যার তিথিতে অস্বাভাবিক জোয়ারের ঝাপটা থেকে কুয়াকাটা সৈকতের বেলাভূমির ক্ষয়রোধে এমন উদ্যোগে বেড়িবাঁধের বাইরের শত শত ক্ষুদে-বড় ব্যবসায়ীসহ বিভিন্ন স্থাপনার মালিকরা একটু স্বস্তিবোধ করছেন।
×