
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বালিশ চাপায় শ্বাসরোধ করে বুধবার ভোর রাতে হবিগঞ্জের উপজেলা লাখাইয়ের স্বজন গ্রামে সিত্রা রানী রায় (২৭) নামে এক গৃহধুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী নির্মল রায় (৩০) কে আটক করেছে সংশ্লিস্ট থানা পুলিশ। এদিকে সংশ্লিস্ট থানার ওসি মোঃ বজলুর রহমান এমন ঘটনা ঘটার সত্যতা স্বীকার কারে বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরেই নাকি এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
তবে বালিশ চাপা দিয়ে সিত্রাকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে ধারনা করা হলেও পুলিশ বলছে, সংশ্লিস্ট কয়েকজন নাকি প্রথমেই তা আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছিল। পুলিশ এও বলছে, সিত্রা মৃত্যুর নেপথ্যে শুধু ওই ঘটনা বা বালিশ চাপা দেবার বিষয়টিই মূলত কিনা, নাকি নেপথ্যে আরও কিছু জড়িত তাও ক্ষতিয়ে দেখবে পুলিশ। এদিকে সিত্রার স্বামীর পক্ষ পরিবারের কাউকে এই বিষয়ে বক্তব্য নিতে পাওয়া যায়নি।