ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:১৯, ১২ আগস্ট ২০১৭

ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার সরকারের আমলে নারায়ণগঞ্জ ও নরসিংদীকে জেলা ঘোষণা করা হয়েছিল। এ অঞ্চলে অনেক উন্নয়ন কাজ হয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব। শুক্রবার বিকেলে জেলার আড়াইহাজারের ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত ডাঃ সাদত আলী সিকদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, আমার সৌভাগ্য সাদত আলী সিকদারের মতো গুণী ব্যক্তির সান্নিধ্য পেয়েছি। এ সময় তিনি প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনকে নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার উপজেলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া প্রমুখ।
×