ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ইসরাইল ক্রিস্টল মারা গেছেন

প্রকাশিত: ০৭:৫০, ১২ আগস্ট ২০১৭

বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ইসরাইল ক্রিস্টল মারা গেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, হিটলারের নাজি বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া ইসরাইল ক্রিস্টল পরলোকগমণ করেছেন। শুক্রবার ১১৩ বছর বয়সে মারা যান এই ইহুদী। জীবনে দুটি বিশ্বযুদ্ধই প্রত্যক্ষ করার অভিজ্ঞতা ছিল তার। গত বছর বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গিনেজ বুকে ক্রিস্টলের নাম ওঠে। ইসরাইলী হারেজ পত্রিকার খবরে বলা হয়েছে, আর এক মাস পর ক্রিস্টলের ১১৪ বছর বয়স পূর্ণ হতো। খবর এএফপির। ইসরাইল ক্রিস্টলের জন্ম ১৯০৩ সালের ১৫ সেপ্টেম্বর পোলান্ডের জারনাও শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরাইলের হাইফা শহরে চলে আসেন ক্রিস্টল। এখানে এসে মিষ্টির ব্যবসা শুরু করেন। তিনি ২ সন্তান ও ৯ নাতি-নাতনি রেখে গেছেন। ইসরাইল ক্রিস্টলের মেয়ে সুয়া কপারসোচ বলেন, বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, হলোকাস্টে পরিবারের প্রায় সকলকে হারালেও তার বাবার মনোবল অটুট ছিল। তিনি একটি ভাল পৃথিবীর স্বপ্ন দেখতেন।
×