ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের শীর্ষে ব্রাজিল

প্রকাশিত: ০৬:৩৪, ১১ আগস্ট ২০১৭

ফের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ব্রাজিল। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগের তিন নম্বরেই আছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। জার্মানি জুলাইয়ে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিল। তবে একমাস পরই তাদের আসনচ্যুত করেছে নেইমারের দেশ। যদিও এই সময়ের মধ্যে ব্রাজিল কিংবা জার্মানি কোন ম্যাচ খেলেনি। বাংলাদেশ একধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে। গত একমাসে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি লাল-সবুজেরে দেশ। সুইজারল্যান্ড একধাপ এগিয়ে চারে উঠে এসেছে। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের পাঁচে জায়গা করে নিয়েছে পোল্যান্ড। গত মাসে চারধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছিল পর্তুগাল। এবার তারা দুইধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে। চিলি সাতে ও কলম্বিয়া আছে আট নম্বরে। বেলজিয়াম একধাপ এগিয়ে নয় নম্বরে এসেছে। অন্যদিকে ফ্রান্স একধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে। তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ইতালি ও ইংল্যান্ডের অবস্থান অপরিবর্তিত আছে। এই দল তিনটি যথাক্রমে ১১, ১২ ও ১৩ নম্বরে। গ্যারেথ বেলের দেশ ওয়েলস দুইধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে। সুইডেন ও আইসল্যান্ড সমান একধাপ পিছিয়ে ১৯ ও ২০ নম্বরে। গোল্ডকাপের শিরোপা জেতায় র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের। তারা নয় ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছে। সাঁতারু ক্ষিতীন্দ্রকে সংবর্ধনা সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ মাত্র ৪৩ ঘণ্টায় ১শ ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে রেকর্ড সৃষ্টি করায় প্রখ্যাত সাঁতারু ও মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন : পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভুঁইয়া, সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। জেলা প্রশাসক প্রখ্যাত সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের হাতে ক্রেস্ট এবং নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
×