ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে বিদেশী বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ০৬:৩০, ৪ আগস্ট ২০১৭

জুলাই মাসে বিদেশী বিনিয়োগ  কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের জুলাই মাসে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে নিট বিনিয়োগ কমেছে। জুন মাসের তুলনায় জুলাইয়ে নিট বিনিয়োগ কমেছে ৪৮.৬৬ শতাংশ। এ মাসে বাজারে নিট বিনিয়োগ হয়েছে ২০০ কোটি ৩৬ লাখ টাকা, যা এর আগের মাস জুনে ছিল ৩৯০ কোটি ৩১ লাখ টাকা। আলোচ্য মাসে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণও কমেছে। জুলাই মাসে বিদেশীরা এক হাজার ৪৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন, জুন মাসে যার লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৭২ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে লেনদেন কমেছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। জুলাই মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ৬২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে, যা জুন মাসে ছিল ৭৩১ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে জুলাই মাসে শেয়ার ক্রয়ের হার কমেছে ১৪.৫৪ শতাংশ বা ১০৬ কোটি ৩৯ লাখ টাকার। আর আলোচ্য মাসে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৪২৪ কোটি ৭১ লাখ টাকা। জুন মাসে এর পরিমাণ ছিল ৩৪১ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে শেয়ার বিক্রির হার বেড়েছে ১৯.৬৭ শতাংশ। তবে অর্থবছরের হিসাবে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে শেয়ার বিক্রির চেয়ে কেনার হার বেড়েছে। প্রথম মাসে এ হার বেড়েছে ৪৭.১৭ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছর শেষে ডিএসইতে বিদেশী লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয় হয়েছে ছয় হাজার ১৩৮ কোটি ৯১ লাখ টাকা আর বিক্রি হয়েছে তিন হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে বিদেশী নিট বিনিয়োগের পরিমাণ ছিল দুই হাজার ২৬৮ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪৫১ কোটি ৬৪ লাখ টাকা। সে হিসাবে গেল বছরে নিট বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির হার ছিল ৪০২.২৭ শতাংশ।
×